বরগুনা সংবাদদাতা: ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৭ জনের দাফন গণ কবরে সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে নিহতদের জানাজা নামাজা শেষ করে দুপুর একটার দিকে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বরগুনা জেলা প্রশাসন। বাকি ২৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ৭নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হয়।
দাফনের সময় উপস্থিতি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ,প্যানেল মেয়র রাইসুল আলম রিপন প্রমুখ।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত মোট ১০ জনের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ২৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।