খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসনের গোপনীয় শাখার সহকারী (খুলনা জেলা প্রশাসকয়ের বাংলো অফিসের সিএ) রবীন্দ্র নাথ সরকারে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার কাজী ম্যানশনের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের সুধীর সরকারের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হানিফ বলেন, ‘সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার সমস্ত শরীর ফুলে উঠেছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা সম্ভব নয়।’