বাগেরহাট প্রতিনিধি: কানাডিয়ান পর্লামেন্টিরিয়ার ও বংলাদেশ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান নেথানিয়েল স্মীথ এর সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়ে আলোচনা করেছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার কানাডায় অনুষ্ঠিত এ আলোচনায় কানাডা বাঙ্গালী কমিউিনিটির নেতৃবৃন্দ ও টরেন্টোর কাউন্সিলরগন অংশ গ্রহন করেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিতে না দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। নেথানিয়েল স্মীথ এমন খবরে বিস্ময় প্রকাশ করেন। বিএনপি নেতারা এ সময় বাংলাদেশে কানাডা সরকারের ব্যবসা প্রসারের জন্যও দাবি জানান।