নিজস্ব প্রতিবেদক:খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২২ সম্পন্ন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত এডঃ সাইফুল ইসলাম ও এডঃ তারিক মাহমুদ তারা পরিষদের নিরুঙ্কুশ বিজয় হয়েছে। এডঃ সাইফুল ইসলাম পরপর তিনবার নির্বাচিত হয়ে হ্যাট্টিক করলেন। ১৪টি পদের ১২টিতেই তারা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মাত্র দুইজন নির্বাচিতহয়েছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেলে সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ৮১২ ভোট পেয়ে তৃত্বীয় বারের মতো নির্বাচিত হলেন। সহ সভাপতি এডভোকেট জি এম আমানুল্লাহ ৬২০, এ্যডভোকেট মোঃ নজরুল ইসলাম৬৫৭, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম তারিক মাহমুদ তারা ৬৬২, লাইব্রেরী সম্পাদক এডভোকেট এম এম কবীর আশরাফুল আলম রাজু৬৬২, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তামিমা লতিফ সিন্ধা৬০১, সদস্য এডভোকেট অশোক কুমার গোলদার ৬০১, এডভোকেট নওশীন রহমান বর্ষা ৭৮৫,এডভোকেট মেহেদী হাসান ৭৬৯, এডভোকেট আব্দুস শফিক মোল্যা জনি৭১১, এডভোকেট সেখ মুনিরুজ্জামান মনির ৬৬৪,এডভোকেট রোমানা তানহা ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ এহতেশামুল হক জুয়েল ৬৫০ ও এডভোকেট রানীমা খাতুন ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৪টি পদের অনুকুলে এবারও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৩৭৬ জন আইনজীবী ভোটার ছিলেন। নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন এড. মোঃ লিয়াকত আলী মোল্লা, সদস্য এড. এফ এম আক্তারুজ্জামান ও এড. খন্দকার মজিবর রহমান।