নিজস্ব প্রতিবেদক : খুলনা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলায় এরশাদ শিকদারের ভাগ্নি জামাই মোমিন গাজী (৩৫)’র ১০ বছরের সশ্রম কারাদন্ড, ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে অারও ১বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
অাজ ৩১অক্টোবর খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম অাশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন এপিপি কাজী সাব্বির অাহমেদ ও শেখ শামিম অাহমেদ পলাশ।
মামলার বিবরনী থেকে জানা গেছে, ২০১১ সালের ২মার্চ সোনাডাঙ্গা অাবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৩য় ফেজের ১নং রোডের ২৮ নং বাড়ির ভাড়াটিয়া সোমিন গাজীর বাসার ডিপ ফ্রিজ থেকে ৬০কেজি গাজা উদ্ধার হয়।
এঘটনায় এসঅাই অালমগীর কবির বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসঅাই সাইদুর রহমান ২৮ মে চার্জশিট দাখিল করেন। দন্ডপ্রাপ্ত সোমিন গাজী যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জামরুলতলা এলাকার মৃত গফুর গাজীর ছেলে। এছাড়া খুলনার অালোচিত এরশাদ শিকদারের ভাগ্নী জামাই।