নিজস্ব সংবাদদাতা: খুলনার ফুলতলা থানাধীন দামোদর উত্তরপাড়া এলাকা থেকে ১০০পিচ ইয়াবাসহ মোঃ নিঝুম সরদার (২৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সে নড়াইলের কালিয়া উপজেলার মোঃ আলমাছ সরদারের ছেলে। ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা ডিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা জেলা ডিবি সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে।
এসময় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়। এবিষয়ে এসআই মোঃ হাসানুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।