নিজস্ব প্রতিবেদক: খুলনার দাকোপে বিদেশী রিভলবার ও গোলাবারুদসহ চার জনকে আটক করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ভোর রাতে দাকোপ থানাধীন দাকোপ ব্রীজ সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, দাকোপ থানার বাজোয়া গ্রামের পরিতোষ গাইনের ছেলে জনক গাইন (২৫), খুলনা মহানগরীর খালিশপুর থানার মৃত ইউনুস আলী ফরাজীর ছেলে মোঃ নিজামুর রহমান ফরাজি (৩১), নগরীর দৌলতপুর থানার মৃত আক্তারুজ্জামান মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে রাসেল (৩৬) ও নগরীর খানজাহান আলী থানার মৃত আলী আকবর কাঞ্চন মিয়ার ছেলে মোঃ রানা হাওলাদার (৪২) ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, চার রাউন্ড গুলি, দুই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলফোন ও নয়টি সীমকার্ড জব্দ করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।