ডেস্ক রিপোর্ট: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার শেয়ারের হঠাৎ দরপতনে এক দিনে জাকারবার্গ হারিয়েছেন দুই হাজার ৯০০ কোটি ডলারের সমমূল্যের সম্পদ।
বৃহস্পতিবার মেটার শেয়ারের দর ২৬ শতাংশ কমেছে, এতে তাদের ২০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এটি এ যাবতকালে কোনো মার্কিন প্রতিষ্ঠানের একদিনে সবচেয়ে বেশি বাজারদর কমার ঘটনা। এতে জাকারবার্গের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি ডলারে নেমে এসেছে বলে জানায় ফোর্বস।
আগে ফেসবুক নামে পরিচিত প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটির ১২ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ।
জাকারবার্গের একদিনে সম্পদ হারানোর ঘটনাটি এ যাবতকালের অন্যতম বড় এবং নভেম্বরে টেসলার মালিক ইলন মাস্কের একদিনে সাড়ে ৩ হাজার কোটি ডলারের সম্পদ হারানোর পরেই অবস্থান করছে।
একদিনে ২৯০০ কোটি ডলারের সম্পদ হারিয়ে ফোর্বসের বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১২তম অবস্থানে নেমে এসেছেন মার্ক জাকারবার্গ। এ তালিকায় তার ওপরে আছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানি।