ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে মাথাবিহীন অজ্ঞাত পুরুষের একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন ফাঁড়িতে নিয়ে আসে। শনিবার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাগর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে টেকনাফ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব যায়নি।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি আরও একটি মাথাবিহীন গলিত লাশ সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়েছিল। তবে পুলিশের ধারণা লাশগুলো মিয়ানমারের নাগরিক হতে পারে।