প্রতিদিন ডেস্ক
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নে মোট ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। যার মধ্যে নৌকাসহ একই পরিবারের পাঁচজন প্রার্থী রয়েছেন। তারা কেউ জয় পায়নি।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহনাজ পারভীন ৮৭০ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেন। সেইসঙ্গে তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আশরাফুন নাহার স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিবরণীতে এ তথ্য জানা যায়।
অন্য চার প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী শাহনাজ পারভীনের ভাসুর সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী খন্দকার এম এ ছালাম, শাহনাজ পারভীনের সৎ ছেলে মো. আল মামুন, শাহনাজ পারভীনের ভাসুর খন্দকার এম এ ছালামের ছেলে খন্দকার ফখরুল ইসলাম ও খন্দকার মজিবুর রহমান।
এদের মধ্যে শাহনাজ পারভীনের ভাসুর খন্দকার এম এ ছালাম আনারস প্রতীকে তিন হাজার ৪৪৭ ভোট পেয়ে চতুর্থ হন। এছাড়া শাহনাজ পারভীনের সৎ ছেলে মো. আল মামুন দুটি পাতা প্রতীকে সাত ভোট, ভাসুরের দুই ছেলে খন্দকার ফখরুল ইসলাম ও খন্দকার মুজিবুর রহমান পান যথাক্রমে ২৫ ও ৫৩ ভোট।
ওই ইউনিয়নে দোয়াত কলম প্রতীকে চার হাজার ৫৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন ঘোড়া প্রতীকে পান চার হাজার ৪০৩ ভোট। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান তিন হাজার ৫৪৪ ভোট ও ঢোল প্রতীকের মফিজুল ইসলাম তিন হাজার ২১০ভোট পান।
ওই ইউনিয়নে ৩২ হাজার ২৫০ জন ভোটারের বিপরীতে ২১ হাজার ২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।