নিজস্ব সংবাদদাতা//
খুলনা জেলা অাইনজীবী সমিতির সদস্য এডভোকেট ফজলে হালিম লিটন কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। আজ রবিবার রাত আটটার দিকে খালিশপুর নিজ বাসায় গিয়ে এ হামলা চালায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানান, কয়েকজন দুস্কৃতিকারী একটি মামলার তদবির নিয়ে রাত ৮টার দিকে এডভোকেট ফজলে হালিম লিটনের বাসায় যায়। এসময় ফজলে হালিম লিটন নিজেই গেট খোলেন। গেট খুলতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার হাতে পাঁচটি কোপ লাগে।