নিজস্ব সংবাদদাতা:খুলনা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসানের পিতা শেখ হারেজ উদ্দিন আহমেদ (৯৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বুধবার বাদ যোহর নগরীর ইকবাল নগর জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা প্রতিদিন পরিবারের সকল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।
খুলনার সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসানের পিতার ইন্তেকাল:শোক
