নিজস্ব সংবাদদাতা : খুলনা মহানগরীতে বদ্ধ ঘরে শুকুর আলী (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৯ টার দিকে নগরীর সোনাডাঙা থানাধীন বায়তুন মোয়াজ্জেম জামে মসজিদের পাশের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির স্বজনরা জানান তিনি বহুদিন ধরে ক্যান্সারে অাক্রান্ত ছিলেন।
জানা গেছে, নগরীর ওই বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে তিনি ২০ বছর ধরে বসবাস করে আসছেন। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। পেশায় ছিলেন দিন মজুর।
তার গ্রামের বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার ঘোষের টিকিকাটা গ্রামে। তার বাবার নাম মৃত হাসেম।
মৃতের চাচাতো জামাই মো আলম শেখ বলেন, ‘আমার চাচা শ্বশুর একাকী বসবাস করতেন। গত ৮ বছর আগে তার ক্যান্সার শনাক্ত হয়েছিল। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল। আজ রাতে তাকে দেখতে গিয়ে দেখি ঘরের ভিতর থেকে দরজা আটকানো। বাইরে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে জানানো হয়।
সোনাডাঙা থানার ওসি মমতাজুল হক বলেন, রোগাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। নিকট আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।