নিজস্ব সংবাদদাতা// খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি চর গ্রামের মন্টু ফকিরের কন্যা, আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মীম খাতুন (১৪) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । ২০ জুন সন্ধ্যার পর পুলিশ সংবাদ পেয়ে ওই মৃতদেহ উদ্ধার করেছে। ওই এলাকার গোয়ালবাড়ি চর এলাকায় জনৈক সুজনের পানের বরজের নিকট একটি বাগান থেকে মীম খাতুনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উক্ত স্কুল ছাত্রী । পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান , ধারণা করা হচ্ছে পাশবিক নির্যাতনের পর শ্বাস:রোধে হত্যা করা হতে পারে ওই স্কুল ছাত্রীকে । এ ঘটনায় হুসাইন নাসের এক যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য অাটক করা হয়েছে ।
খুলনায় নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
