নিজস্ব প্রতিবেদক//খুলনার নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জ্যোতির্ময় নাগের ছেলে। বুধবার মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিটি ইন হোটেলের পেছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, প্রমিজ নাগ হোটেল সিটি ইনের পিছনে সালাম হাওলাদারের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ফ্লাটে অবস্থানরত সহপাঠীরা ফ্যানের হুকের সাথে ঝুলে থাকতে দেখেন। এ অবস্থা দেখে তারা প্রমিজ নাগের ঘরের দরজা ভেঙে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় খবর দেওয়া হলে মরদেহের সুরতহাল রিপোর্ট করে মরদেহ মর্গে প্রেরণ করে পুলিশ। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
প্রমিজ নাগের সহপাঠীরা বলেন, প্রমিজ তরুণ ফটোগ্রাফার ছিল। সে খুব ভালো ছবি তুলতো।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নাহিদ হাসান মৃধা বলেন, একজন ছাত্রের আত্মহত্যার ঘটনা শুনেছি। কী কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা এখনও বলতে পারছি না।
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
